নাকাশিপাড়া ব্লকের ধর্মদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মদা জুবলি ক্লাব হইতে ধর্মদা হসপিটাল রোড এবং গভর্নমেন্ট পিটিটিআই কলেজ রোড এর রাস্তা সংস্কারের কাজ আজ শুরু হলো মাননীয় বিধায়ক কল্লোল খাঁ উদ্যোগ এবং নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ শেখ এর সহযোগিতায় মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার আজ সম্পন্ন হল ।এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়েছিল ।