Swarupnagar, North Twenty Four Parganas | Sep 5, 2025
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সরুপনগর ব্লকের সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ পঞ্চায়েতে তৃণমূলের মেম্বারদের সঙ্গে বৈঠক করেন সেখানে আবাস যোজনার ঘর নিয়ে নির্দেশ দেন ঘর পিছু ২০০০ টাকা করে দিতে হবে। না হলে তাকে ঘর দেয়া হবে না । এ প্রসঙ্গে শুক্রবার বিকাল ৪:০০ নাগাদ খারাপ নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যার বিরুদ্ধে অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধান আবুল কালাম কি বললেন দেখুন।