ফের অঙ্গনওয়াড়ির খিচুড়িতে মিলল টিকটিকি! বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে সারেঙ্গার দামদি গ্রামে চাঞ্চল্য ছড়ায়। ওই খিঁচুড়ি খেয়ে ফেলায় চার জন শিশু ও এক জন অন্তঃসত্ত্বা মহিলা সহ ১০ জন রাইপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে এদিন হাসপাতালে পরিদর্শনে যান সিডিপিও (সারেঙ্গা) ভাস্কর ঘোষ। সেখানে তিনি বলেন, "চিকিৎসাধীন প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তবে পরিস্থিতির ওপর নজর রয়েছে।