কচুদরম থানা এলাকার বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড থেকে হেরোইন ও নগদ টাকা সহ গ্রেপ্তার মহিলাকে আদালতে পেশ করে পুলিশ।সোমবার সকাল ৮ টায় জানা গেছে,রবিবার গোপনসূত্রের খবরের ভিত্তিতে বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডে এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ প্রায় সাড়ে ষোল লক্ষ টাকা,৭২ গ্রাম হেরোইন সহ এক মহিলাকে গ্রেফতার করে।