শুক্রবার বিকেলে গন্ডাছড়ায় ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি!! উদ্ধারে বাধা!! মহকুমার ভগীরথ পাড়া এডিসি ভিলেজের ধনুরাম পাড়ায় এক ব্যক্তি ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থেকে পাঠানো অ্যাম্বুলেন্সটি আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে রাস্তায় আটকে পড়েছে। বেহাল কর্দমাক্ত রাস্তার কারণে গাড়িটি ধনুরাম পাড়া পৌছুতে পারছেনা। এই পরিস্থিতিতে প্রশাসনের অবিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ!!