ভুবনেশ্বরে এমসে চিকিৎসা করিয়ে ফেরার পথে উড়িষ্যার বালেশ্বরে বাসের সঙ্গে কয়লা বোঝাই লরির সংঘর্ষে কোতুলপুর এর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম উদয় ঘোষ (৪৮) ঘটনায় তার মেয়ে এবং শাশুড়ি জখম হন। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শুধু তাই নয় । ওই বাসে কোতুলপুর আরামবাগ এলাকার অন্যান্য আরো প্রায় 30 জন যাত্রী জখম হয়েছেন । তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে।