আবগারি দপ্তরের হঠাৎ অভিযান। শনিবার আমবাসা হাটবাজারে হঠাৎ অভিযান চালালো আবগারি দপ্তর। আমবাসা বাজারে বিভিন্ন স্থানে জমজমাটি মদের আসর চলে, এমনকি এক নম্বর মদের কাউন্টারেও মদের আসর বসানো হয়। সেই খবর পেয়ে আজ আবগরি দপ্তরের ইন্সপেক্টর অভিযান চালায়, বেশ কয়েকটি দোকান, সহ এক নম্বর মদের কাউন্টারে। খবর ছিল সেখানে মদের আসর বসানো হয়, কিন্তু অভিযানের খবর আগেই পেয়ে যায় কাউন্টারের মালিক, যার জন্য হাতেনাতে মদের আসর পাকড়াও করতে পারিনি আধিকারিকরা।