Hasnabad, North Twenty Four Parganas | Sep 1, 2025
হাসনাবাদ থানার আবাদ খড়মপুর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্মেছোভেডির জলে এক ব্যক্তি সাইফুদ্দিন গাজীর মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন। খবর দেওয়া হয় পুলিশকে। দুই থানার সীমান্তবর্তী এলাকা খরমপুর এলাকায় আসে মিনাখা ও হাসনাবাদ থানার পুলিশ। সোমবার সকাল 11 টা নাগাদ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মিনাখা গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে মানসিক ভারসাম্যহীন ছিলেন এই সাইফুদ্দিন গাজী। তবে যেভাবে মেছোভেড়ির জলে তার