কলকাতার বাজে কদমতলা ঘাটে মেয়রের পরিদর্শন। একাদশীর সকাল থেকে ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন অব্যাহত। বিপজ্জনক ভিড়, চক্ররেল সেবা সাময়িক বন্ধ বাজে কদমতলা ঘাটে পরিবেশ ও অবকাঠামো উন্নতির লক্ষ্যে আজ দুপুর সাড়ে তিনটা নাগাদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম হঠাৎ পরিদর্শনে যান। ঘাটে পৌঁছে তিনি স্থানীয় বাসিন্দা ও পূজারিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।