দামোদরের চরে পাওয়া গেল নিখোঁজ গৃহবধুর দেহ।একদিন নিখোঁজ থাকার পর রবিবার দামোদর নদের চরে পাওয়া গেল গৃহবধুর দেহ। এদিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রানীগঞ্জের চাপই গ্রামের মন্ডল পাড়ার বাসিন্দা গাড়িচালক মান্তু মালাকার এর স্ত্রী বছর ৩২ এর সুস্মিতা মালাকার গতকাল সকাল থেকেই নিখোঁজ ছিল। এবিষয়ে শনিবার রাতেই রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন তার স্বামী। আজ রবিবার সকালে রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের