সিউড়িতে এক বনদপ্তরের কর্মীর বাড়ির ভেতরে একটি বিশাল আকারের বিষধর গোখরো সাপ ঢুকে যায়। ঘটনাস্থলে সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস পৌঁছে সেই সাপটিকে ঘরের ভেতর থেকে উদ্ধার করেন। আগামী সময় সব থেকে বনদপ্তরের সহযোগিতায় পুনর্বাসন দেয়া হবে বলেও জানা গেছে। সোমবার দিন এমনটাই জানা গেছে সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস সূত্রে।