বনগাঁ হেলেঞ্চা সড়ক হবে ফোর লেনর , ৩৬ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ ৭০ কোটি টাকা , খুশি এলাকার মানুষ। বাগদা থেকে বনগাঁ আসার জন্য প্রধান রাস্তা বনগাঁ হেলেঞ্চা সড়ক এতদিন ছিল সংকীর্ণ । বনগাঁ স্টেশনে পৌঁছাতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে । সংকীর্ণ রাস্তা হওয়ার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা । এবার বনগাঁ থেকে হেলেঞ্চা হয়ে দত্তফুলিয়া পর্যন্ত রাস্তা তৈরির জন্য সচেষ্ট হল রাজ্য সরকার ।