আদিবাসীদের জমি কাশীপুরে শাসকদলের এক প্রভাবশালী নেতা অবৈধ ভাবে দখল করছে।প্রশাসন নির্বিকার।কাশীপুর ব্লক এলাকায় বিভিন্ন জায়গায় আদিবাসীদের জমি ভূমি দপ্তরের যোগসাজশে দখল হচ্ছে,তারই প্রতিবাদে বুধবার বিকাল সাড়ে চারটার সময় কাশীপুর ব্লক BL&LRO নিকট ইউনাইটেড ফোরাম অব্ অল আদিবাসী অর্গানাইজেশন কাশিপুর ব্লক ইউনিট এর পক্ষ থেকে দেওয়া হয় ডেপুটেশন। এইদিন আদিবাসীদের জমি দখল সহ মোট সাত দফা দাবি নিয়ে কাশীপুর রাজবাড়ি মোড় থেকে মিছিল করে এসে ডেপুটেশন দেয়।