ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে শুক্রবার গোপীবল্লভপুর ২ ব্লকের মহাপাল গ্রামে পালিত হল মন্থন ষষ্ঠী বা নদী ষষ্ঠীর পূজো । এদিন এলাকার মহিলার জলাশয়ে ধারে আখ,কলা,হলুদ,আদা সহ একাধিক গাছ রোপণ করে ব্রত পালন করেন।মুলত সুবর্ণরেখা তীরবর্তী এলাকায় এই পুজোর প্রচলন রয়েছে। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে সন্তান সন্ততির মঙ্গল কামনায় এবং শস্য পূর্ণ বসুন্ধরার কামনা করে এই পুজো পালন করেন।