আজ 5 সেপ্টেম্বর শুক্রবার সকাল আটটা নাগাদ মুরারই এক নম্বর ব্লকের গোড়সা পঞ্চায়েতের উত্তর কাশীলা গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে, শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব নবী দিবস পালন করা হয়েছে। এদিন শোভাযাত্রাটি গোটা উত্তর কাশীলা গ্রাম পরীকর্মা করে। শোভাযাত্রায় যাতে কোন রকম বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য কড়া পুলিশির ব্যবস্থা গ্রহণ করা হয় মুরারই থানা পুলিশের পক্ষ থেকে। এদিন সকাল আটটা নাগাদ সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।