বাড়ির কাজের সময় সাপের কামড় খেলেন গোপীবল্লভপুরের ঘড়াপিঞ্চা গ্রামের এক প্রৌঢ় ব্যক্তি। ঘটনার পর আহত ব্যক্তিকে ভর্তি করা হল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মচিরাম টুডু,বয়স ৫০ বছর,বাড়ি গোপীবল্লভপুরের ঘড়াপিঞ্চা গ্রামে। শনিবার রাত্রে বাড়ির কাজ করার সময় সাপে কাটে ওই ব্যক্তিকে।