স্বেচ্ছাসেবী সংগঠনের দুই সদস্যের জন্মদিনে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা পেল নতুন শিক্ষা সামগ্রী ও তিথি ভোজন।'গোপীবল্লভপুর মানবিক সংগঠন' এর পক্ষ থেকে শুক্রবার গোপীবল্লভপুর পশ্চিম চক্রের কৈমা প্রাথমিক বিদ্যালয় এবং বাঁশিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান এবং তিথি ভোজন এর মাধ্যমে মিড ডে মিলের পাতে দেওয়া হল বাড়তি পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য সামগ্রী।