গ্রীষ্মের দাবদাহে ব্লাড ব্যাংকের রক্তের যোগান অব্যাহত রাখতে বাঁকুড়া জেলা পুলিশের বিষ্ণুপুর থানার রাধানগর ফাঁড়ির আয়োজনে বিশেষ রক্তদান শিবির ' উৎসর্গ ' অনুষ্ঠিত হয় যেখানে ১০১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মুমূর্ষু রোগীদের জীবন কামনায়। সেইসঙ্গে ফাঁড়িতে আসা সাধারণ মানুষদের বসার ও আলোচনার জন্য একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ গৃহের উদ্বোধন করেন জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী বৈভব তিওয়ারি, IPS মহাশয়। সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত আরক্ষাধ্যক্ষ, অপারেশন, শ্রী মাকসু