মঙ্গলবার অষ্টমীর দিন কাশীপুর ব্লকের কাশীপুর উপর বাজার,নামোপাড়া, সোনাথলী,লাড়া, কালিয়াদা সহ বেশ কিছু পূজা মন্ডপ পরিক্রমা করলেন জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাত।এইদিন রাত্রী ৮ টার সময় সোনাথলী ও হদলদা-উপড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে পূজা মন্ডপ পরিক্রমা করেন কালিয়াদা ও লাড়া সার্বজনীন দুর্গাপূজার কমিটির মন্ডপে, বসে দেখেন সাংস্কৃতিক অনুষ্ঠান।জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাত বলেন মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ,তাঁর দেওয়া অনুদান প্রত্যন্ত এলাকার পুজো