বিজেপি নতুন জেলা কমিটি ঘোষণার পর বিভিন্ন জায়গায় সম্বর্ধনা চলছে। এই জেলা কমিটিতে এসেছে কিছু নতুন মুখ। ফিরিয়ে আনা হয়েছে বেশ কয়েক জনকেও। নেতৃত্বের দাবি, এর ফলে তরুণ এব অভিজ্ঞদের সমান গুরুত্ব পেয়েছে। সাংগঠনিক কাজে যারা নিজেদের যোগ্য প্রমাণ করেছেন তারাই পদোন্নতি পেয়েছেন। আট জন সম্পাদকের মধ্যে অন্যতম নতুন সম্পাদক নাকাশিপাড়ার সুদীপ্ত সিংহ রায়, তাকে শুভেচ্ছা জানানো হল নাকাশিপাড়া বিজেপির পক্ষ থেকে।