This browser does not support the video element.
শিলচর: কর্মীসভায় স্থানীয় কংগ্রেসীদের উপেক্ষার প্রতিবাদে দর্মিখালে বিক্ষোভ
Silchar, Cachar | Sep 2, 2025
দর্মিখালে ধলাই বিধানসভাভিত্তিক কর্মীসভায় একাংশ কংগ্রেসীদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তোলে ক্ষুদ্ধ কংগ্রেসীরা বিক্ষোভ প্রদর্শন করেন।মঙ্গলবার বিকাল ৫ টায় জানা গেছে,দর্মিখালে এআইসিসির সম্পাদক বিকাশ উপাধ্যায়ের সভায় স্থানীয় কংগ্রেসীদের উপেক্ষা করা হয়।