দক্ষিণ ধলাইয়ে রাজনগর খুলিছড়ার জিপি-র প্রয়াত সভাপতি ইমরান হুসেন বড়ভূইয়ার মরদেহ ময়নাতদন্তের পর শুক্রবার বিকাল ৩ টা নাগাদ ফের কবরস্থ করা হয়।১০ আগস্ট ইমরান হুসেন বড়ভূইয়াকে কবরস্থ করা হয়েছিল।খুনের অভিযোগে বৃহস্পতিবার কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের পর ফের কবরস্থ করা হয়।