খেলমা এলাকায় এক্সপ্রেস হাইওয়ে নির্মাণে সিণ্ডিকেট রাজের অভিযোগ করেন মহাদেবপুর গুমড়া জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাস।বলেন, গরিব কৃষকদের ভুল বুঝিয়ে জমি ব্যবহার করছে দালালরা। প্রাপ্য অর্থের ২৫ শতাংশ দেওয়ার লোভ দেখিয়ে রাতারাতি নির্মাণ করা হচ্ছে নিম্নমানের ঘর। শুধু তাই নয়, লক্ষ লক্ষ গাছের চারা রোপণ করে সরকারের কাছ থেকে বাড়তি ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।