Barrackpur 2, North Twenty Four Parganas | Aug 23, 2025
আসন্ন উৎসবের মৌসুমের আগে সাধারণ মানুষের সুবিধার্থে টিটাগড় পৌরসভা এলাকার অন্তর্গত টিটাগড় এম জি রোড, আর কে দেওপথ, পার্ক রোড ও টিটাগড় স্টেশন রোডে রাস্তা দখল করে থাকা দোকানদারদের সরে যাওয়ার জন্য মৌখিকভাবে জানানো হলো টিটাগড় পৌরসভার পক্ষ থেকে এই দিনের অভিযানে যেকোনো ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য উপস্থিত ছিলেন টিটাগড় থানার পুলিশ বাহিনী। এই দিনের অভিযানের নেতৃত্ব দেন টিটাগড় পৌরসভার পৌর আধিকারিক অর্জুন সিং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ৭ দিনের সময়স