*বজ্রপাতে মৃত্যু এক কৃষকের, আহত আরেকজন শোকের ছায়া খিরি গ্রামে* বাঁকুড়ার কোতুলপুর থানার খিরি গ্রামে ধান রোওয়ার সময় বজ্রপাতে মৃত্যু হল রেজাউল হক মোল্লা (৫৩) নামে এক কৃষকের। আহত হয়েছেন আসফিয়া মোল্লা (৪০) নামে আরেকজন পুরুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মাঠে ধান রোচ্ছিলেন তাঁরা। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে দু’জনই গুরুতর আহত হন।স্থানীয়রা তাঁদের কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে রেজাউলকে মৃত ঘোষণা করা হয়। আসফিয়া মোল্লা চিকিৎসাধীন।