পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম ২। ঘটনাটি ঘটেছে হুড়া থানার লালপুর সংলগ্ন মঙ্গলপুর গ্রামের কাছে। শনিবার রাত্রী সাড়ে দশটার সময় একটি মোটর বাইক ও ঠেলার সাথে সংঘর্ষ হলে গুরুতর জখম হন সুফল বাউরী ও সঞ্জিত মাহালী নামের দুই ব্যক্তি। তারা দুই জনেই হুড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা যায়।স্থানীয়দের সহযোগিতায় হুড়া থানার পুলিশ জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য হুড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।