এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কাকড়াবন টু উদয়পুর রোডে যান দুর্ঘটনা,কাকড়াবন ধুচিকলা এলাকায়, সংবাদে জানা যায় একটি বোলেরো গাড়ি ও মারুতি সুজুকি বাড়ি খাওয়ার ফলে,এই দুর্ঘটনা,এতে বুলেরু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে নিয়ে লাগিয়ে দেয়,ও মারুতি সুজুকি গাড়িটিও দুমরে মুচরে, রাস্তায় উল্টে যায় বাড়ি খেয়ে,এই দুর্ঘটনায় গাড়িতে থাকা 2,3 জন আহত হয়েছে বলে জানা যায়, সাথে সাথে কাঁকড়াবন ফায়ারসার্ভিসে খবর দেয় স্থানীয়রা, এরপর ফায়ারসার্ভিসের ক