গন্ডাছড়া মহকুমার নতুন দলপতিপাড়ায় আয়োজিত এক যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৫টি পরিবারের মোট ১২ জন ভোটার আইপিএফটি তে যোগদান করেছেন। বুধবার দুপুরে আইপিএফটি গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান আইপিএফটি মহকুমা কমিটির প্রাক্তন সভাপতি প্রেম সাধন ত্রিপুরা এবং দলের অন্যতম নেতৃত্ব উত্তম ত্রিপুরা। তাঁদের পাশাপাশি স্থানীয় অন্যান্য নেতৃত্বও এই যোগদান সভায় উপস্থিত ছিলেন।