কমলপুর মহকুমার সালেমা অঞ্চলের ডলুছড়া এলাকায় ১৬ জন ভোটার বিজেপি দল ছেড়ে সিপিআই(এম)-এ যোগ দিয়েছেন। একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের দলে স্বাগত জানানো হয়। বিজেপি ছেড়ে আসা এই তিন পরিবারের প্রধানরা হলেন অভিজিত দেবনাথ, মানিক দেব এবং মিহির দেবনাথ, যারা বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। সিপিআই(এম) ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, কৃষক নেতা নারায়ণ দেব, কাজল দেব, সুবীর দেব এবং কমলপুর মহকুমা নেতৃত্ব রমনী মোহন দাস ও রাজকুমার দেববর্মা