Barrackpur 2, North Twenty Four Parganas | Aug 31, 2025
চলতি বছর 38 তম বর্ষে পদার্পণ করল ব্যারাকপুর সুকান্ত সরণী পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো, এই বছর তাদের পুজোর থিম করা হয়েছে অন্তর দর্পণ, রবিবার এই পুজোর থিম সং এবং পোস্টার উদ্বোধন করা হলো ব্যারাকপুর সুকান্ত সরণী ও পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে, এই দিনের থিম সং এবং পোস্টার এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউল শিল্পী কার্তিক দাস বাউল, সঙ্গীতশিল্পী তীর্থ ভট্টাচার্য, অন্বেষা দত্ত গুপ্ত, পরিচালক অবন্তি চক্রবর্তী।