ফের তৃতীয় দিনে জল ছাড়ল ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ কতৃপক্ষ। মঙ্গলবার নতুন করে জল ছাড়ার ফলে গোপীবল্লভপুর এলাকায় ফুলে ফেঁপে রয়েছে সুবর্ণরেখা নদীর জলস্তর। জানা গিয়েছে, এদিন সকাল ৮ টা নাগাদ গালুডি ব্যারেজ থেকে ফের ১ লক্ষ ৪২ হাজার ৭৮০ কিউসেক জল ছেড়েছে গালুডি ব্যারেজ কতৃপক্ষ। স্বাভাবিক ভাবেই নতুনকরে আশঙ্কায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।তবে বিপর্যয় এড়াতে প্রস্তুত রয়েছে ব্লক প্রশাসন। রয়েছে নদী তীরবর্তী এলাকায় নজরদারি।