This browser does not support the video element.
শিলচর: ভোট চুরি রুখতে শিলচরে জেলাকংগ্রেসের উদ্যোগে বিএলএ প্রশিক্ষণ শিবির আয়োজিত হল
Silchar, Cachar | Aug 25, 2025
ভোট চুরি রুখতে শিলচর রাজীব ভবনে কাছাড় জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো বুথ লেভেল এজেন্ট (বিএলএ) প্রশিক্ষণ শিবির।এদিন বিকাল ৫ টায় জানা গেছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের কার্যক্রমে নজরদারি রাখতে বিএলএ-দের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এদিনের সভায়। প্রশিক্ষণ শিবিরে মোট ১,৭২৭ জন দলীয় কর্মী অংশ নেন।উপস্থিত ছিলেন শিলচর জেলাকংগ্রেস সভাপতি সজল আচার্য।