Barrackpur 1, North Twenty Four Parganas | Oct 1, 2025
ধর্ম হোক যার যার উৎসব হোক সবার উৎসবের মৌসুমে বিভিন্ন জাতি ধর্মের মানুষ যখন মেতে ওঠেন শারদ উৎসবে সেই সময় সাধারণ শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দুর্গোৎসবের মেতে উঠলেন নোয়াপাড়া থানার পুলিশ কর্মীরা এই দিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত হলো নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা পরিক্রমা অনুষ্ঠান নোয়াপাড়া থানায় এই দুর্গাপুজো পরিক্রমা কর্মসূচি সূচনা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল মুরলীধর উপনগর পাল উত্তর গণ