বরাপানি থেকে পাঁচগ্রাম পর্যন্ত প্রস্তাবিত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণে সিণ্ডিকেটরাজের অভিযোগ করেন জেলাপরিষদ সদস্য ত্রয়োবাসী দাস। শনিবার বিকাল ৫ টায় কাটিগড়ায় তিনি অভিযোগ করে হাইওয়ে নির্মাণে জমির ক্ষতিপূরণ পাইয়ে দিতে কৃষি জমিতে রাতারাতি ঘর নির্মাণ করা হচ্ছে।