Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 4, 2025
পানিহাটি ধানকল মোড়ে এলাকায় বিটি রোডের ওপর দ্রুত গতিতে আসা লরির ধাক্কায় মৃত্যু হলো দুই বাইক আরোহীরআহত ১ সাইকেল আরোহী। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ।দুর্ঘটনার পর এলাকার মানুষজন ধরে ফেলে লড়িটিকে।