কালাইন থেকে এক ভূয়ো চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার বিকাল ৫ টায় জানা গেছে,চ্যাম্বারে রোগীর সেলাইন চলছিল।এ সময় পুলিশ চেম্বারে হানা দিয়ে সুবির চৌধুরী নামের ভূয়ো চিকিৎকক গ্রেফতার করে পুলিশ।এমবিবিএস পরিচয় দিয়ে রোগী দেখার সময় ভূয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে বলে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তো জানিয়েছেন।