রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সারা রাজ্যের পাশাপাশি গোপীবল্লভপুর ১ ব্লকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি।গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের পূর্ব ঘোষিত সুচি অনুযায়ী বুধবার ব্লকের শাশড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের টিকায়েৎপুর প্রাথমিক বিদ্যালয়ে হল আমাদের পাড়া আমাদের সমাধান' শিবির। এদিন শিবির পরিদর্শন করেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল। এদিন জেলাশাসক শিবিরে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।