জয় বাংলা শ্লো গানকে বাধা দেওয়ায় তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ আদ্রায়।২৮ শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কলকাতা যাওয়ার সময় বুধবার আদ্রা স্টেশনে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে আর পি এফ দের সাথে বচসা শুরু হয় তৃণমূলের ছাত্র পরিষদের নেতৃত্বদের।এইদিন রাত্রী সাড়ে আটটার সময় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আদ্রা চার নং প্লাটফর্মে দলীয় পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে চিৎকার করে মিছিল করার সময় তেড়ে এসে RPF ফোর্সরা মিছিল আটকে দেয় বলে অভিযোগ।