বৃহস্পতিবার আমবাসা থানাধীন হৃদয়বস্তী এলাকা থেকে পূন্য দেব্বর্মার বাড়ি থেকে কয়েকটি ব্যাগে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে সঙ্গে আটক করা হয় পূন্য দেব্বর্মাকে। এদিকে আজ সকালে হৃদয়বস্তী এলাকা থেকে আমবাসা থানায় খবর আসে যে এলাকার জঙ্গলে কয়েকটি ব্যাগ পরে রয়েছে।সেই খবর পেয়ে আমবাসা থানার ইন্সপেক্টর উত্তম কুমার দাস ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে উদ্ধার করে চারটি ব্যাগ যার মধ্যে বেশ কয়েকটি পেকেটে ৪৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।