সামরিক সম্মানে BSF কনস্টেবল রাজীব নুনিয়াকে উদারবন্দে সমাহিত করা হয়।শুক্রবার বিকাল ৫ টায় জানা গেছে, ২৭শে আগস্ট জম্মুর আখনুরে বন্যার জলে ডুবে প্রাণ হারান রাজীব নুনিয়া। শুক্রবার উধারবন্দের দয়াপুরে তাঁর গ্রামে সামরিক সম্মান এবং তোপধ্বনির মাধ্যমে সমাহিত করা হয়।