শিলচর থেকে পিস্তল,গুলি সহ দুই দুষ্কৃতীকারীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার বিকাল ৫ টায় শিলচরে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান,একটি এয়ার গান, কালো রঙের পিস্তল, ৬ রাউন্ড গুলি সহ ম্যাগাজিন, একটি অ্যাপল আইফোন, একটি CO2 গ্যাস সেল, ১৬ রাউন্ড গুলি, একটি সাদা রঙের অ্যাপল চার্জার, একট কালো রঙের রাইডার ব্যাগ,নগদ ২০০০০ হাজার টাকা , একটি বাইক উদ্ধার করে।