ধলাই জেলা ভিত্তিক কলা উৎসব অনুষ্ঠিত হয় মঙ্গলবার আমবাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। ধলাই জেলা ভিত্তিক কলা উৎসবের সূচনা করেন ধলাই জেলা শিক্ষা আধিকারিক মধুসূদন দেববর্মা, উপস্থিত ছিলেন আমবাসা পুরো পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, এডুকেশন ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন সুমন দেবনাথ, ধলাই জেলা পরিষদের সদস্য মন্টু মালাকার, আমবাসা চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইনচার্জ সুদীপ ভট্টাচার্য অন্যান্যরা।