Gaighata, North Twenty Four Parganas | Oct 7, 2025
উত্তরবঙ্গে বিজেপির সাংসদ এবং বিধায়কের উপরে হামলার প্রতিবাদে আজ চাঁদপাড়ায় যশোর রোডের উপরে রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ করল বিজেপি। অবরোধে সামিল ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। পেট্রাপোল গামী এবং কলকাতা গামী সমস্ত যান চলাচল ব্যাহত।