শিলচর থেকে দুই ভুয়ো দন্ত চিকিৎসকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বিকাল ৫ টা নাগাদ শিলচরে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, আসাম রাজ্য শাখার ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডাঃ প্রদীপ কুমার দাসের একটি অভিযোগপত্রের ভিত্তিতে শিলচর শহর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুই ভূয়ো দন্ত চিকিৎসককে গ্রেফতার করে।