রবিবার রাধা অষ্টমী।রাধা অষ্টমীর পূণ্য তিথিতে পুজো দেওয়ার জন্য গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ জীউ মন্দিরে ভক্তদের ভিড়। এদিন সকাল থেকে রাধাগোবিন্দ জীউ মন্দিরে শুরু হয়েছে রাধা অষ্টমীর পুজো।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপীবল্লভপুর বাজার এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকা সহ নয়াগ্ৰাম ও বেলিয়াবেড়া এলাকার প্রচুর মানুষ পুজো দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন।