উত্তর জেলার ধর্মনগরে ফেরার কয়েদীদের আটক করতে পুলিশের অভিযান চলছে জোর কদমে। গত বুধবার নবমীর দিন ধর্মনগরের কালিকাপুর জেল থেকে ৬ জন কয়দি পালিয়ে যায়,যাকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করে গোটা উত্তর জেলায়। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এরপর পুলিশ পালিয়ে যাওয়া কয়দিদের ধরতে অভিযান শুরু করে।