Barrackpur 1, North Twenty Four Parganas | Sep 9, 2025
সাত লক্ষর ও বেশি দেশলাইয়ের কাঠি দিয়ে ব্যারাকপুর সর্বপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা তৈরি করছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা জ্যোতির্ময় বনিক। ৩৮ তম বর্ষের দুর্গা পূজোর মন্ডপে যেমন থাকছে বাশ পাটের বস্তা এবং নারকেল দড়ি দিয়ে কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তা তেমনভাবেই ধীরে ধীরে গ্যাস লাইটারের ব্যবহারের ফলে হারিয়ে যাওয়া আরেক কুটির শিল্প দেশলাইকে ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিমা। ব্যারাকপুর সর্বপল্লী এলাকার বাসিন্দা বিভাশ স