২০২৬ বিধান্সভা নির্বাচনকে সামনে রেখে বুথ মজবুত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা।শুক্রবার রাত্রী সাড়ে সাতটার সময় কাশীপুর ব্লকের জোড়াপুকুর বুথে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা।বুথের বুথ সভাপতি সহ ,শ্রমিক, যুব সহ সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আয়োজিত হয় সাংগঠনিক সভা।উপস্থিত ছিলেন অঞ্চল ও ব্লক নেতৃত্ব। আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।