১দিন নিখোঁজ থাকার পর গোপীবল্লভপুরের নয়াবসান গ্রামে বাড়ির পরিত্যক্ত বাথরুম থেকে উদ্ধার হল প্রৌঢ় মহিলার ঝুলন্ত দেহ। ঘটনার পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাল পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম প্রমিলা ঘোষ,বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায়।গোপীবল্লভপুরের নয়াবসান গ্রামে মেয়ের বাড়িতে থাকতেন বৃদ্ধা। জানা গিয়েছে গত ১দিন ধরে মহিলা নিখোঁজ ছিলেন।পরে পরিবারের পক্ষ থেকে গোপীবল্লভপুর থানায় নিখোঁজ ডাইরি করা হয়।