Bhangar 1, South Twenty Four Parganas | Sep 8, 2025
বিজেপির কাছে থেকে তিরিশ কোটি টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে শওকত মোল্লার নামে বাঙ্কশাল কোর্টে মানহানি মামলা দায়ের করলেন নওশাদ সিদ্দিকী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ অর্থাৎ সোমবার রাত আটটা নাগাদ ঘটকপুকুর পার্টি অফিসে সরব হলেন শওকত মোল্লা,তিনি দাবি করছেন এই মন্তব্য আমার নয় বরং দীপক বেপারির,তিনি এমনটাই দাবি করেছিলেন।এছাড়াও তিনি নওশাদ সিদ্দিকীর স্ত্রী বলে দাবি করা বিলকিসের প্রসঙ্গ টেনে এনে তার বিরুদ্ধে মানহানির মামলা করার কথা বলেন তিনি।